আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সিভয়েস২৪ থেকে সংগৃহীত

চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে প্রায় দেড় ঘন্টা তাণ্ডব চালিয়ে থেমেছে কালবৈশাখী ঝড়। সোমবার (৬ মে) দুপুর থেকে এ কারণে সন্ধ্যার আধার ভর করে নগরীতে। বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয় ঝড়ো হাওয়ার তাণ্ডব ও মুহুর্মুহু বজ্রপাত। এসময় ভারি বৃষ্টির কারণে তলিয়ে যায় চট্টগ্রামের চিরাচরিত জলাবদ্ধতা কবলিত এলাকাগুলো।

পতেঙ্গা আবহাওয়া অফিসের দেয়া তথ্যানুসারে, চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গা চাটগাঁর সংবাদকে বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা আগামিকাল মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের কোনো কোনো স্থানে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলা বৃষ্টি হতে পারে।’

আরও পড়ুন আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

এদিকে কালবৈশাখীর তাণ্ডবে আজ হালিশহর, আগ্রাবাদ, বাদুরতলা, বহদ্দার হাট, মুরাদপুর, বাকলিয়া, জিইসি, পবর্তক, রেয়াজউদ্দিন বাজারসহ অসংখ্য এলাকায় জলজট তৈরি হয়েছে। এসময় নগরবাসী অসহনীয় ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে গেছে, ক্ষতি হয়েছে কাঁচা ঘরবাড়ির।

নগরীর জাকির হোসেন রোডে একটি বৈদ্যুতিক খুটি উপড়ে সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিদুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর