Hom Sliderচট্টগ্রাম

চন্দনাইশে এসি (ল্যান্ড)’র যোগদান


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার -ভূমি (এসি -ল্যান্ড) হিসেবে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা। তিনি গতকাল বৃহষ্পতিবার (৩১ আগস্ট) নতুন এ কর্মস্থলে যোগ দেয়ার পরপরই প্রথানুযায়ী চন্দনাইশ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী এসি (ল্যান্ড) জিমরান মোহাম্মদ সায়েককেও বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী এবং ইউএনও মাহমুদা বেগম তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত এসি (ল্যান্ড) ডিপ্লোমেসি চাকমার জন্ম রাঙ্গামাটিতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসনে স্নাতক-সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্বামী সমীরণ মারমা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ-এ সহকারী ব্যবস্থপক হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র সন্তান (মেয়ে) দ্বীপশ্রী মারমা টুকটুক’র বয়স প্রায় দুই বছর।
প্রশাসন ক্যাডারে ৩৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালের ৭ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পটুয়াখালীতে যোগদান করেন। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসন দপ্তরে কর্মরত ছিলেন। প্রথমবারের মত সহকারী কমিশনার (ভূমি) হয়ে চন্দনাইশ উপজেলায় যোগ দেন ৩১ আগস্ট ২০২৩, বৃহষ্পতিবার।


Related posts

রাইফার মৃত্যুর মামলায় বিচার শুরু

Chatgarsangbad.net

আজ আ.লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস

Chatgarsangbad.net

পতেঙ্গায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment