Hom Sliderচাকরিবাংলাদেশ

চট্টগ্রাম ও কক্সবাজার এয়ারপোর্টে ইউ-এস বাংলায় চাকরি


চাকরি ডেস্কঃ কাস্টমার সার্ভিস এসিস্টেন্ট (লোডার) পদে ৫০ জনকে নিয়োগ দেবে বেসরকারি খাতের এয়ারক্রাফট কোম্পানি ইউ-এস বাংলা এয়ারলাইন্স।

কর্মস্থলঃ
# শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম
# কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার

চাকরির দায়িত্বসমূহঃ

এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী ব্যাগপত্র, পণ্য, মেইল লোড/আনলোড করা।
প্রয়োজন মোতাবেক হুইলচেয়ার পরিচালনা করা। ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা, র‌্যাম্প এলাকায় কাজ করার সময় সঠিক ইউনিফর্ম পরা।
যাত্রীদের মালামালের যে কোনো ধরণের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্খিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এবং সংশিষ্ট কর্মকর্তাকে জানানো।
সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা।

চাকরির ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি বা সমমান।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
বয়স- সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ২৪ বছর।

এয়ারপোর্টের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যেকোন প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতনঃ ১৪,৫০০-১৬,০০০/

কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ইন্স্যুরেন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেয়া হবে না সেখানে ১,৫০০/- টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ।

উৎসব ভাতাঃ প্রবিশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বিস্তারিত জানুন এই লিংক থেকে https://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1169225&fcatId=-1&ln=2

আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৩।

তথ্যসূত্র: বিডিজবস.কম।


Related posts

পরিবেশবান্ধব প্রযুক্তিতে জ্বালানী শক্তি ব্যবহারে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি চসিকের

Chatgarsangbad.net

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরির আবেদনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার

Chatgarsangbad.net

অর্থনৈতিক অঞ্চলে ৫০ শিল্প ইউনিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment