জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক

জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আলোচনা সভা ১০ নভেম্বর সকাল ১১ টায় জেলেপাড়াস্থ মন্দির কমিটির অস্থায়ী কার্যালয়ে জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশের সঞ্চালমায় অনুষ্ঠিত হয়।

এসময় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটি পরিচালনা করার জন্য ডাঃ কৃষ্ণ পদ দাসকে আহ্বায়ক ও সাংবাদিক এস কে সাগরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকলাল দাশ, রাম পদ দাস, অরুণ বণিক, যুগ্ম আহ্বায়ক নিতাই দাস, দীনেশ চন্দ্র দাশ, আজালা দাস, রতন দাস, তেজেন্দ্র দাস, সোহাগ দাস,
যুগ্ম সদস্য সচিব মিলন দাস, তপন দাস, দুলাল চন্দ্র রায়, সনজিত দাস, সুকুমার দাস, সঞ্জয় দাস, ডালিম দাস, নিতাই দাস, গৌরাঙ্গ দাস, সুজন দাস, নয়ন চক্রবর্ত্তীছাড়াও সদস্য বাপ্পী দাস, রন দাস, সুমন দাস, টিপু দাস, দূর্জয় দাস, বিধান দাস, নয়ন দাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন পতেঙ্গা জেলে পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির স্থাপন ও মহাশ্মশানের জন্য আমরা শিক্ষামন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র,সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সাংসদ এম এ লতিফের হস্তক্ষেপ কামনা করি।


Related posts

গ্রেপ্তার হলেন রাউজানের সাবেক এমপি ফজলে করিম

Chatgarsangbad.net

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কলেজিয়েট স্কুল শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন পালিত

Md Maruf

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Chatgarsangbad.net

Leave a Comment