আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল অবরোধ অগ্নিসন্ত্রাসের ও নৈরাজ্যের প্রতিবাদে ১০ নভেম্বর শুক্রবার বিকেল চারটায় অলিখাঁ মসজিদ চত্বরে চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে ও ছাত্রনেতা শুভ দত্তর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগ সভাপতি হাজী মুহাম্মদ সেলিম রহমান।
বক্তব্য রাখেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহসিন চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল আলম মোরশেদ, মোহাম্মদ বাদশা, মিজবাহ উদ্দীন, পাপ্পু দাশ, মোহাম্মদ টিপু, হামিদ শিকদার, মোহাম্মদ আসিফ, আবদুর রহমান আশিক, নেওয়াজ শরীফ অমি, ফরহাদুর রহমান ফয়সাল, আবু বক্কর রাজিন নাবিদ হায়দার ভুঈয়া, নাফিস হায়দার ভুঈয়া, মুনতাসির আলম, তাহমিদুল ইসলাম তাহিম, সাফায়েত মোহাম্মদ আকিম, আসাদু্ল্লাহ আরেফিন, মোহাম্মদ রিয়াদ, সাফায়েত হোসেন রিয়াদ, মোহাম্মদ আজান, মোহাম্মদ রাহাত মোহাম্মদ ফাহিম, রায়হান আকাশ, মোহাম্মদ সায়েম মোহাম্মদ রাসেল প্রমুখ। প্রধান অতিথি হাজী মুহাম্মদ সেলিম রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে, ঘুমন্ত শ্রমিক কে পেট্রোল বোমা মেরে হত্যা করছে। এদের বিরুদ্ধে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ থেকে রাজপথে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

প্রতিবাদ সমাবেশের পর ছাত্রনেতা মুজিবুর রহমান রাসেলের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল, চকবাজার তেলিপাট্টি মোড়, বালিআর্কেড, পেরেড কর্নার, গুলজার টাওয়ার, কাপাসগোলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর