জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসায় ছবক প্রদান ও পুরস্কার বিতরণ


মুহাম্মদ আরফাত হোসেন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসায় কামিল ১ম বর্ষের ছাত্রীদের ছবক প্রদান ও ১ম শ্রেণী হতে একাদশ শ্রেণী পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (বুধবার) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে কামিল হাদিস ১ম বর্ষের শিক্ষার্থীদের সহীহ বুখারী শরীফ হতে ছবক প্রদান করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ। বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারি।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন শাকের, মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব কমর উদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফী।


Related posts

চন্দনাইশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Chatgarsangbad.net

কর্ণফুলী উপজেলায় পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

জাতীয়তা সনদ ও এনআইডি কার্ড ও জালিয়াতি, ২ মাসের কারাদণ্ড

Chatgarsangbad.net

Leave a Comment