Hom Sliderবাংলাদেশ

শিবচরে ইন্দোনেশিয়ার তরুণীর ধুমধাম করে বিয়ে


অনলাইন ডেস্ক

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের। সেখানেই তাদের প্রেম হয়। দুই বছরের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। ইফহা শামীমকে বিয়ে করতে চলে আসেন শামীমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামে।

জানা যায়, ২০১৮ সালে লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী।

ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন ইফহা। প্রথমে দুই পরিবার রাজি না থাকলেও, পরে মোট পরিবর্তন করে। এ অনুযায়ী ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে শামীমের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি।

এ বিষয়ে বর শামীম বলেন, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো।


Related posts

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে মাঠে ৪ প্রার্থী

Chatgarsangbad.net

যে ৬ বাঙালী কীর্তিমানের কারণে ইতিহাসে অবিস্মরণীয় ১২ জুলাই

Chatgarsangbad.net

আনসার সদস্যদের বিক্ষোভ, সচিবালয়ের সব গেট বন্ধ

Chatgarsangbad.net

Leave a Comment