‘মৃত্যু কখনো বলে আসে না’ লিখে স্ট্যাটাস, ৩ দিনের মাথায় দুর্ঘটনায় মৃত্যু


চাটগাঁর সংবাদ ডেস্ক

‘মানুষের পরিবর্তন এবং মৃত্যু কখনো বলে আসে না!’ লিখে ফেসবুকে নিজের ছবি দিয়েছিলেন ফারহান লাবিব (২২)। এর তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ফারহান লাবিব পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার মকলেছুর রহমানের ছেলে। গত রোববার রাত ৮টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক লাবিব। পরে রংপুর মেডিকেল কলেজ ও হসাপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

লাবিব জেলা শহরের একজন দ্রুতগতির বাইক রাইডার হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বেলা আড়াইটায় পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করে ফারহান লাবিব লিখেছিলেন, ‘মানুষের পরিবর্তন এবং মৃত্যু কখনো বলে আসে না!’

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে ফারহান লাবিব বোদা উপজেলা শহর থেকে মোটরসাইকেল নিয়ে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সড়কের পাশের একটি পাম্পে ঢোকানের সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ লাবিব সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁর মোটরসাইকলেটিও ভেঙে চুরমার হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

 


Related posts

বিমানবন্দরে ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক

Mohammad Mustafa Kamal Nejami

শবে বরাতে নবী করিম যেসব আমল করেছেন

Chatgarsangbad.net

মিয়ানমারে চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে দিল্লির সাথে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

Chatgarsangbad.net

Leave a Comment