আইএমএফ’র প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ


ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। আজ বুধবার (২৬ অক্টোবর) প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছুবে। ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে।

এ সময়ে তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে বলে বিবৃতিতে জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য গিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে। ঢাকায় আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।


Related posts

খুলনায় সন্ত্রাসীর গুলিতে এক যুবকের মৃত্যু

Chatgarsangbad.net

চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্তদের মিলনমেলা ৯ জুলাই

Chatgarsangbad.net

বান্দরবানে অপরাধ দমনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Chatgarsangbad.net

Leave a Comment