পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন


অনলাইন ডেস্কঃ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ। রবিবার (১১ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম প্রকৃতির একটি অপরুপ লীলাভূমি ও প্রাচ্যের নগরী। এখানে রয়েছে নদী, পাহাড়, সমুদ্র, জলাশয় ও ঝর্ণা বেষ্টিত অপরুপ সৌন্দর্যের আধার। এরুপ দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই। হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক অপরুপ লীলাভূমি চট্টগ্রাম দিনদিন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ফলে হুমকির সম্মুখীন। পরিবেশ খেকোরা এতোটা বেপরোয়া, প্রশাসনের নাকের ডগায় পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।’

বক্তারা বলেন, ‘অবিলম্বে চট্টগ্রামে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধ করতে হবে এবং পরিবেশ খেকোদের আইনের আওতায় আনতে হবে। পরিবেশ কর্তৃপক্ষ ও প্রশাসন আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ না করলে আগামী ১৯ ফেব্রুয়ারি পরিবেশ ভবন ঘেরাও করা হবে। বক্তারা আরও বলেন, সরকার পরিবেশ বান্ধব হলেও সরকারের কতিপয় কর্মকর্তার অবহেলা ও দুর্ণীতির কারণে চট্টগ্রামের পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ রক্ষায় সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে চট্টগ্রাম বিপর্যয়ের মুখে পরবে।’

এসময় আগামি ১৯ ফেব্রুয়ারি পরিবেশ অদিদপ্তরের ভবন ঘেরাও কর্মসূচী ঘোষণা করেন তারা।

আরও পড়ুন চট্টগ্রামে শব্দ দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, অর্থদণ্ড

সংগঠনের সভাপতি ও ৪১নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নাগরিক ফোরামের
মহাসচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. হাসান মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, বঙ্গবন্ধু শিশু কিশোর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, দৈনিক বিজয় ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাংবাদিক মো. আরিফুল আকবর, মোহাম্মদ মুসা, যুব লীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।


Related posts

বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Mohammad Mustafa Kamal Nejami

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পেরে নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন

Chatgarsangbad.net

শাহ মোহাম্মদ বদিউল আলমের WHAT IS MAN বইয়ের ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment