Hom Sliderবাংলাদেশ

২ বিভাগ ও ৬ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ


অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, আজ চট্টগ্রামে তাপমাত্রা খানিকটা কমলেও দেশের দুইটি বিভাগে ও ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ ও সিলেট এবং জেলাগুলো হলো-টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, সৈয়দপুর ও পঞ্চগড়। তবে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন আবহাওয়ার সুসংবাদ দুঃসংবাদ

আগামিকাল রবিবার (১ অক্টোবর) চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (২ অক্টোবর) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।


Related posts

‘জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’

Chatgarsangbad.net

প্রয়োজনে ঝুঁকিপূর্ণ জনগণকে সরিয়ে নেবে প্রশাসন: মেয়র রেজাউল করিম

Chatgarsangbad.net

এবার ঈদে চট্টগ্রাম থেকে দূরপাল্লায় চলবে বিআরটিসির অতিরিক্ত বাস

Chatgarsangbad.net

Leave a Comment