Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

আইআইইউসিতে ছাত্রীদের সুরক্ষায় অভিযোগ কমিটি, সভা অনুষ্ঠিত


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্ট অফিসে ছাত্রীদের জন্য অভিযোগ কমিটি গঠন করে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকালে অভিযোগ কমিটির চেয়ারম্যান ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এসময় বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে ছাত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে আইআইইউসি। আইআইইউসি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির কাজ করছে। আইআইইউসি নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে যে পরিবেশ তৈরি করেছে তা প্রশংসনীয়। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘কোনো ছাত্রী যদি ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন তাহলে অভিযোগ কমিটিকে লিখিতভাবে জানাতে পারবে। ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আইআইইউসি প্রশাসন সচেষ্ট রয়েছে। আমরা অভিযোগ পেলেই অভিযোগকারী পরিচয় গোপন রেখে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে চলেছি। অভিযোগ কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ বক্সও স্থাপন করা হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, শিশু বিশেষজ্ঞ প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী আরজু, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, আইআইইউসির ইনস্টিটিউট অফ ফরেইন লেঙ্গুয়েজেস(আইএফএল) এর ডিরেক্টর ও আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক সরোয়ার আলম, অভিযোগ কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক আবছার উদ্দিন, ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী, আইন বিভাগের সহকারী অধ্যাপক আনজুম আরা বেগম, ই এল এল এর সহকারী অধ্যাপিকা তাহমিনা মরিয়ম, তাসলিমা
খানম প্রমুখ।

(প্রেস বিজ্ঞপ্তি)


Related posts

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ফাহিম ইভানের মৃত্যু

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে ৭ তক্ষক উদ্ধার, আটক ৫

Chatgarsangbad.net

আরেকটি হিট ওয়েভ আসতে পারে ১৫ মে থেকে

Chatgarsangbad.net

Leave a Comment