প্রত্যেক নাগরিককে ‘হেলথ কার্ড’ দেবে সরকার


দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হেলথ কার্ড দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়টি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেকের জন্য হেলথ কার্ড থাকবে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী এটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেবো।

তিনি আরো বলেন, সরকারি হাসপাতালে ৬০ হাজার বেড রয়েছে, সরকারি জনবল রয়েছে ৩ লাখ। নতুন কর্ম পরিকল্পনা আরো ৩ লাখ জনবল নিয়োগ দেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোলট্রি ও ডেইরি সেক্টরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করা হবে। এজন্য কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

প্রাথমিক বৃত্তি: চট্টগ্রামে পরীক্ষার্থী ২৯ হাজার ৩৯৯

Chatgarsangbad.net

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন নাহিদ-আসিফ

Chatgarsangbad.net

জুনের ৩০ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, রুটিন দেখুন

Chatgarsangbad.net

Leave a Comment