আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি


রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিনিধিদলটি ডিএমপিতে যাবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সন্ধ্যায় ডিএমপিতে যাবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। তারা গণ-অবস্থান কর্মসূচির জন্য চূড়ান্ত অনুমতি চাইবেন।

গত ৩০ ডিসেম্বর সরকার পতন, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ-অবস্থান কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর