চট্টগ্রামে তাপমাত্রা হ্রাসের সুসংবাদ


অনলাইন ডেস্কঃ গত কয়েক সপ্তাহ ধরে খরতাপে পুড়ছে চট্টগ্রামসহ সারাদেশ। তবে আগামিকাল বুধবার (১৭ এপ্রিল) থেকে এ অস্বস্তিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে বলে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) গত ২৪ ঘন্টা এবং আগামি এক সপ্তাহের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সংস্থাটির দেয়া তথ্য থেকে জানা গেছে, আগামিকাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতয়ার পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আজ চট্টগ্রামে আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দেশের আটটি বিভাগেই আজ মৃদু থেকে মাঝারী ধরনের তাপ
প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন জেনে নিন আবহাওয়ার খবর

আবহাওয়া অফিস বলছে, সিনপটিক অবস্থানুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে কেবল রাজশাহীর ঈশ্বরদীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো বরিশালের খেপুপাড়ায়। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি ছিলো তেঁতুলিয়ায়।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস ছিলো পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি ছিলো হাতিয়ায়। চট্টগ্রাম জেলায় এসময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


Related posts

কেরানীহাটে ১৪ হাজার ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে ধরা

Shahidul Islam

হঠাৎ আশংকাজনকহারে করোনা সংক্রমণ বেড়েছে চট্টগ্রামে, একদিনে আক্রান্ত ২৫

Chatgarsangbad.net

বৌদ্ধ সমাজের সূর্য-সন্তানেরা কি সম্মানজনক সমাধানে এগিয়ে আসতে পারেন না!

Chatgarsangbad.net

Leave a Comment