চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী যাওয়াতা আফনান সারারা ফ্রান্স ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ


মুজিবুল হক চৌধুরী

ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি জৈব রসায়ন ও জৈব প্রযুক্তির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী চট্টগ্রাম সাতকানিয়া সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যাওয়াতা আফনান শারারা উচ্চ শিক্ষার্থে গত ২ আগস্ট’২৪ দিবাগত রাত ৩ টায় ফ্রান্সে গমন করেন। তিনি ফ্রান্সের টুলুস ইউনিভার্সিটি হতে বাংলাদেশে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পূর্ণ বৃত্তি নিয়ে উক্ত ইউনিভার্সিটির INSA ( National Institute of Science and Application) পড়াশোনা ভর্তি হবেন।

যাওয়াতা আফনান শারারা চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া পৌরসভা ২ ওয়ার্ডের বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইসমাইল (প্রকাশ ইসমাইল চেয়ারম্যান) পঞ্চম পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহর ও শাহজাদী সানজিদা বেগম জেনীর ১ম মেয়ে যাওয়াতা আদনান শারারা ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে জৈব রসায়ন ও জৈব প্রযুক্তি বিষয়ে কৃতিত্বের সাথে তথা গড়ে ৯৯% নম্বর প্রাপ্ত হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। তাছাড়া যাওয়াতা আফনান শারারা ২০২০ সনে ”এ লেভেল” পরীক্ষায় ১৪ টি বিষয়ের মধ্যে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান সহ মোট ৫টি বিষয়ে বিশ্বের সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেন। তৎপূর্বে ২০১৮ ইং সালে তিনি ”ও লেভেল” পরীক্ষায় ১ বিষয়ে বিশ্বের সর্বোচ্চ ও ১ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ নম্বর পেয়ে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হন।

ইতোমধ্যে ২০২৩ সালে যাওয়াতা আফনান শারারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন করে পুরস্কৃত হন। সম্প্রতি তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে স্নাতকে গড়ে ৯৯% নম্বর প্রাপ্ত হওয়ায় শিক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ সন্মান স্বরূপ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত করার জন্য নির্বাচিত করা হয়। হঠাৎ খবর হওয়াতে সময়ের স্বল্পতার কারণে কোন আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীগণের কারো সাথে দেখা এবং সাক্ষাৎ করতে সম্ভব হয়নি । তাই সবার নিকট দোয়ার দরখাস্ত রইল।


Related posts

সদরঘাটে ট্রাক চালককে ছুরিকাঘাতে হত্যা

Saddam Hossain

চবির ভর্তি পরীক্ষায় ছাত্রনেতা ইকবালের অনন্য উদ্যোগ

Chatgarsangbad.net

বন ও পরিবেশ আইন সংশোধন চায় জেলা প্রশাসন

Chatgarsangbad.net

Leave a Comment