Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

বান্দরবানে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


বান্দরবানের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (২৫ নভেম্বর) বিদ্যালয়ের ৪২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সিং ইয়ং ম্রো, লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত জানান, ‘১ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের হোস্টেল ভবন, ৯৯ লাখ টাকা ব্যয়ে কারিগরি ভবন, ৪০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের হলরুম নির্মাণ এবং ৪০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর, গেট ও মাঠের উন্নয়ন কাজ করা হবে।’

তথ্যসূত্র: বাসস


Related posts

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Chatgarsangbad.net

পটিয়ায় ছুরিকাঘাতে চাচার হাতে ভাতিজা খুন

Chatgarsangbad.net

Leave a Comment