বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমেছে


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছে ৩ হাজার ২০০ কোটি বা ৩২ বিলিয়ন ডলারের ঘরে। রবিবার (৮ ডিসেম্বর) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গত বুধবার দিন শেষে দেশের রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি ডলার পরিশোধ করা হয়। রোববার এটি সমন্বয়ের পর রিজার্ভ ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। এ হিসাবে রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার কমে গিয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

খুলনায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি এম এ হাসান ও সম্পাদক উজ্জ্বল

Chatgarsangbad.net

জনগণকে একত্রিত করে সমবায় গঠনের কথা বললেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

সমাজসেবক ও শিক্ষানুরাগী নরেন্দ্র সেন গুপ্তের মৃত্যুতে শোক

Chatgarsangbad.net

Leave a Comment