আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় পিঠা নিয়ে উৎসব


সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ৩৩ পদের পিঠা প্রদর্শন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মোতালেব। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম আবদুল্লাহ-আল মামুন, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর