আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে ছাত্রলীগ কর্মীদের নিয়ে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের আবেগঘন স্ট্যাটাস


নিজস্ব প্রতিবেদক

কিছু কথা ছাত্রলীগ ভাই-বোনদের বলি- এই বলাতে কিছু হোক আর নাই হোক আমার মনের কষ্ট একটু লাঘব করি।
এই বছরটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন। সাধারণ মানুষ স্বাভাবিক কারনে প্রতিনিয়ত সরাসরি অবলোকন করে কোন দলের মানুষগুলো কেমন আচরণ করছে। এই আচরণ মানুষের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

সরকারের দেশব্যাপী ঈর্ষনীয় ব্যাপক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসীম যোগ্যতায় বাংলাদেশ বর্তমান বিশ্ব দূর্যোগেও যথেষ্ট ভালো অবস্হানে থাকার পরও আমাদের কিছু কিছু আচরণের জন্য ম্লান হয়ে যাবার উপক্রম হয়।

রাজনীতি আমরা কি অর্থ উপার্জনের জন্য, প্রতিপত্তি অর্জনের জন্য করব নাকি পবিত্র স্বেচ্ছাশ্রম হিসেবে করব। সংগঠন করা কি সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা পদ-পদবী নেওয়া ? ছাত্ররাজনীতি মানে কি নিজের লেখাপড়া ঠিকরাখা নয় ?

চলা-ফেরা কথা-বার্তা একজন রাজনীতি করুয়া মানুষের কি অধিক গ্রহনযোগ্য মানের হওয়া উচিত নয় ?

ছাত্র-রাজনীতির নামে ব্যবসা- বাণিজ্য- একি করে সম্ভব !

এখন কি আমরা মুক্তিযুদ্ধ করছি ? না পঁচাত্তর পরবর্তী কিংবা চারদলীয় জোটের সময়ে বিরোধী দলের সীমাহীন কষ্টের রাজনীতি করছি ?

আর নয় আর নয়, অনেক অনেক হয়েছে। এবার চলো লেখাপড়া করি, ভালবাসতে শিখি, বিভেদ ভুলে ঐক্য করি। টোটাল রাজনীতি শিখি।

কোন ভাইয়ের নয়, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের আদর্শে দলের কান্ডারী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী কর। ।
এতে দেশ বাঁচবে, তুমি আমি সবাই বাঁচব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর