Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ফরহাদাবাদী একাডেমীর


সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক.) ৭৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের কর্মসূচিতে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে ফরহাদাবাদী একাডেমি। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এ সময় সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, মাহবুব আলী সাজু (মেম্বার), মঈনুল হোসেন, সাফায়াতুল ইসলাম সাবাল, মিল্লাত হোসেন মুহুরী, মো. সফিউল আজম, গোলামুর রহমান রাজু, শেখ হাসান উদ্দিন, হাফেজ নাসের হোসাইন, হাফেজ জাহেদ, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ এবং একাডেমী সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, আল্লামা ফরহাদাবাদী একাডেমী মানবকল্যাণে নিবেদিত সংগঠন। এই সংগঠন অবহেলিত এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিপদকালীন সময়ে সামনে থেকে মানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোলামুর রহমান রাজু।


Related posts

আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিলে আওলাদে রাসুল (সঃ)

Chatgarsangbad.net

চট্টগ্রামের মানুষকে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী

Shahidul Islam

এপেক্স ক্লাব অব পটিয়া’ র উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment