আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

অবশেষে ৩ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার


অবশেষে চট্টগ্রামের তিন জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু। পুলিশের গণহারে বাস রিকুইজিশনের প্রতিবাদে চট্টগ্রামের উত্তরাঞ্চল ও ২ পার্বত্য জেলায় ধর্মঘট ডাকা হয়েছিলো।

এর আগে সকাল থেকে চট্টগ্রাম উত্তর জেলা-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে কোনও গণপরিবহন চলতে দেয়নি শ্রমিকরা। এতে এ রুটের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশাকরি এখন থেকে রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করা হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর