অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ আগামি ২৯ মে (বুধবার) চট্টগ্রাম বিভাগের ২৬টিসহ সারাদেশের ১১১টি উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপ সম্পন্নের পর এখন তৃতীয় ধাপের প্রস্ততি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংস্থাটির চাহিদানুযায়ী ভোটের দিন আগামি ২৯ মে উপজেলাগুলো ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া ইসিও গুছিয়ে নিচ্ছে ভোট সম্পর্কিত সমস্ত প্রস্তুতি।
২৯ মে চট্টগ্রামের যেসব উপজেলায় ভোট
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ওইদিন চট্টগ্রাম জেলায় ৪টিসহ ২৬টি উপজেলায় ভোট হবে। সেগুলো হলো-চট্টগ্রাম (আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ), কক্সবাজার (উখিয়া, রামু, টেকনাফ), খাগড়াছড়ি (মহালছড়ি), রাঙ্গামাটি (নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি), ব্রাক্ষ্মণবাড়িয়া (আমুগঞ্জ, বাঞ্চারামপুর), কুমিল্লা (বুড়িচং, ব্রাক্ষ্মণপাড়া, মুরাদনগর, দেবিদ্বার), চাঁদপুর (কচুয়া, ফরিদগঞ্জ), ফেনী (সোনাগাজী, ফেনী সদর, দাগনভুঞা), নোয়াখালী (বেগমগঞ্জ, নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ) লক্ষ্মীপুর (লক্ষ্মীপুর সদর)।
আরও পড়ুন ষষ্ঠ উপজেলা নির্বাচন: চট্টগ্রামে বৈরি আবহাওয়ার মধ্যে চলছে ভোটগ্রহণ
যান চলাচলে নিষেধাজ্ঞা
গত ১৪ মে (মঙ্গলবার) ইসি প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামি ২৮ মে দিবাগত মধ্যরাত (১২টা) থেকে ২৯ মে দিবাগত মধ্যরাত (১২টা) পর্যন্ত এসব উপজেলায় ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। সেই সাথে ২৭মে রাত ১২টা থেকে ৩০মে রাত ১২টা অবধি মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে যে কোনো যান চলাচল ও নিষেধাজ্ঞা আরোপে সংশ্লিষ্ট কতৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নৌ-যান চলচলে নিষেধাজ্ঞা
২৮ মে দিবাগত মধ্যরাত (১২টা) থেকে ২৯ মে দিবাগত মধ্যরাত (১২টা) পর্যন্ত উল্লিখিত উপজেলা সংলগ্ন নদী কিংবা উপকূলে লঞ্চ, স্পীড বোট (নির্দিষ্ট রুটে চলাচল ব্যতীত) চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে কোনো স্থানে যে কোনো নৌ-যান চলাচল করতে পারবে।
Leave a Reply