Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

আইআইইউসিতে ইবিএলের ক্যাম্পাস রিক্রুটমেন্ট


আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড’র (ইবিএল) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’। এই কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা সুযোগ পাবেন ইবিএলে কাজ করার। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষা। দুই পর্বে বিভক্ত পরীক্ষার শুরুতেই সকালে লিখিত এবং বিকালে মৌখিক পরীক্ষা হয়।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) আইআইইউসি’র উপ উপাচার্য ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস এর ডিন প্রফেসর ড. মছরুরুল মওলার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট’ কার্যক্রম শুরু হয়। আইআইইউসি’র উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা তার প্রধান অতিথির বক্তব্যে, ইবিএল সহ এমন স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আইআইইউসিতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এ কার্যক্রমের নানান দিক নিয়ে কথা বলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ এমদাদ হোসাইন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব পিপলস অ্যাকুইজিশন রিয়াদ হোসেন, ম্যানেজার নাজরান কবির, মোঃ রাকিবুল আলম, আফসারুর রহমান ভুইয়া ও রামিশা সালসাবিন। কার্যক্রমের সার্বিক সমন্বয়ে ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এবিএম প্রোগ্রামের কো-অরডিনেটর অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌফিকুর রহমান, সহযোগী অধ্যাপক বাসারাত হোসাইন, ইবিএলের রিলেশনশিপ ম্যানেজার ও আইআইইউসির এলামনি মোহাম্মদ ইফতেখার হোসাইন চৌধুরী এবং তাসকিয়া আলম এমা। (প্রেস বিজ্ঞপ্তি)


Related posts

বোয়ালখালীতে ৩শত কৃষককে প্রণোদনা বিনামূল্য হাতে তুলে দিল উপজেলা প্রশাসন

Saddam Hossain

চবি উপাচার্যের দপ্তরে ভাঙচুর

Chatgarsangbad.net

সাতকানিয়া কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজে জাতীয় শোক দিবস পালিত

Chatgarsangbad.net

Leave a Comment