দোহাজারীতে রিকশা ও ভ্যান চালকদের ছাতা ও শরবত বিতরণ করেছে দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই


চন্দনাইশ প্রতিনিধিঃ

কয়েকদিন ধরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বেড় হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তাদের কথা ভেবে দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই এর উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা ও বিভিন্ন ফল মিশ্রিত ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়েছে।

বুধবার (২ মে) দুপুরে দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসব বিতরণ করা হয়। এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।

সংগঠনটির সভাপতি এমএ তাহেরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দোহাজারী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম পহর উদ্দিন, ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই সিনিয়র সদস্য মো. রুবেল, মো. আজিজুল হক, যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল, আলাউদ্দিন, ব্যবসায়ী নেতা মো. ইরফান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “তীব্র তাপদাহে রিকশা চালক ভাইদের খুব কষ্ট হয়। প্রচণ্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো পরিবারের জন্য অনেক সমস্যা। রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। কারণ অনেক রিকশা চালকের দৈনিক ইনকামের উপরে তাদের পরিবার চলে। তীব্র তাপদাহে তাদের কষ্টের বিষয় চিন্তা করে দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই এর ছাতা ও শরবত বিতরণকে সাধুবাদ জানাই।”


Related posts

এমপি নদভী’র প্রচেষ্টায় আইআইইউসি Islamic Universities League এর কার্যকরী সদস্য নির্বাচিত

Chatgarsangbad.net

উখিয়ায় ৫শত ক্ষতিগ্রস্ত কৃষক প্রনোদনা পাচ্ছেন

Chatgarsangbad.net

ভাষা শহিদদের স্মরণে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা

Chatgarsangbad.net

Leave a Comment