Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

সিআইইউতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা


মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের জামাল খান ক্যাম্পাসে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য বলেন, বুদ্ধিজীবীরা একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন। তাদের চিন্তা, আদর্শ আর মূল্যবোধে কেবল একটি দেশেরই নাম লেখা ছিল। তাই তাদের দেখানো পথ ধরেই আমাদের নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন স্ল্যাস এর ডিন ড. শাহ আহমেদ, সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইমণ কল্যান চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, পরিচালক (প্রশাসন) কুমার দোয়েল দে প্রমুখ।

বক্তারা বলেন, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আমাদের বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়ন করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ একটি দেশ গড়া- সবারই প্রত্যাশা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

সাকিব আল হাসান: পূজায় যোগ দেয়া নিয়ে যা বলছেন কলকাতার আয়োজকরা

Chatgarsangbad.net

বেগম রোকেয়া দিবস আজ

Chatgarsangbad.net

আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ

Chatgarsangbad.net

Leave a Comment