দেশে একের পর এক সাম্প্রদায়িক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি


নিজস্ব প্রতিবেদক 

জবিতে নবীনদের বরণ অনুষ্ঠানে- সন্তোষ শর্মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শনিবার জবি কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে নবীনদের বরণ করে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি দেবাশীষ চন্দ্র শীলের
সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

উদ্বোধনকালে তিনি বলেন, দেশে একের পর এক বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটে, কিন্তু সুষ্ঠু বিচার হয় না। প্রতিনিয়ত কোথাও না কোথাও মন্দিরের জায়গা দখল করা হচ্ছে, কোনো না কোনো মেয়েকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। কিন্তু কোনো সমাধান নেই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুস্থ, স্বাধীন, সচেতন সনাতন ধর্মাবলম্বী মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব মনোরঞ্জন ঘোষাল।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কারের সভাপতি অধ্যাপক ড. হীরেন্দ্রনাথ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো সদস্য ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন কান্তি শর্মাসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।


Related posts

বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা বিভাগীয় বই মেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস

Mohammad Mustafa Kamal Nejami

জামালখানে বাংলাদেশের ইতিহাসের ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment