২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহার বিএনপির, গণমিছিল ৩০ ডিসেম্বর


সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করা হবে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, অন্য কোনো দলের কর্মসূচি ব্যাহত হোক কিংবা সংঘাত হোক তা বিএনপি চায় না। এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি।

এদিকে, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর সারাদেশে মিছিল ও সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চও। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে কালো দিন উল্লেখ করে ওইদিনের প্রতি ঘৃণা জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

তিন দিনের রিমান্ডে হাটহাজারীর সাবেক ওসি

Chatgarsangbad.net

পলিটেকনিক মোড়ে সড়ক অবরোধ করেছে পোশাককর্মীরা

Chatgarsangbad.net

আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে: মাহি

Chatgarsangbad.net

Leave a Comment