বাংলাদেশি ৬ হজযাত্রীর মৃত্যু


অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও ছয় বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এ নিয়ে চলিত বছরে হজে গিয়ে এখন পর্যন্ত ১৭ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী।

এছাড়া এখন পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৯ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


Related posts

বাকলিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৮

Mohammad Mustafa Kamal Nejami

৭দিন ধরে নিখোঁজ রাঙ্গুনিয়ার জান্নাতুল নাঈম

Chatgarsangbad.net

মুক্তিযুদ্ধে গণহত্যা: স্বীকৃতির দাবিতে জাতিসংঘে সেমিনার

Chatgarsangbad.net

Leave a Comment