ক্রিকেটার রুবেলের বাবা আর নেই


অনলাইন ডেস্কঃ দীর্ঘদিন প্যারালােইসিসে ভুগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেলের বাবা। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন দীর্ঘদিন দলের বাইরে আছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার হারালেন বাবাকে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

আরও পড়ুন ‘আমার স্বামী খারাপ খেলে বাদ পড়েনি’

বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

তথ্যসূত্র: যুগান্তর


Related posts

রাইজিং স্টার্স এশিয়া কাপ : বাংলাদেশ এ দলের সহজ জয়

Mohammad Mustafa Kamal Nejami

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

মেসিদের ঢাকায় আনার উদ্যোগ বাফুফের

Chatgarsangbad.net

Leave a Comment