১১ অক্টোবর থেকে উপজেলায় শিশুদের কোভিড টিকা


দেশের সবকটি উপজেলায় আগামী ১১ অক্টোবর থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কভিড-১৯ এর টিকা দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানিয়েছেন। এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশু টিকার আওতায় আসবে।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ‘৫-১১ বছরের শিশুদের কভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে ড. আনোয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করব। এতে করে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে টিকা পৌঁছে যাবে। এর মাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কভারেজে চলে আসবে।
এর আগে গত ১১ আগস্ট ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকাদার শুরু হয়। এ দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর ২৫ আগস্ট দেশের সিটি করপোরেশনগুলোতে টিকা কার্যক্রম শুরু হয়।


Related posts

শিকলবাহা নুরানী পাড়া মাদক বিরোধী সচেতনতা মতবিনিময় সভা

Chatgarsangbad.net

বৈঠকে তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে: শিক্ষক নেতা নিজামুল

Chatgarsangbad.net

বিশ্বকাপ ফাইনালে ভারত-অষ্ট্রেলিয়া মুখোমুখি আজ

Chatgarsangbad.net

Leave a Comment