Hom Sliderস্বাস্থ্য

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ ধরা পড়লো চক্রের সদস্য


ওষুধসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ধরা খেয়েছে আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্য। শনিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


Related posts

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

Chatgarsangbad.net

শুভ জন্মদিন জয়

Chatgarsangbad.net

শীতে বাড়ে অ্যাজমার প্রকোপ, সতর্কতায় যা করবেন

Chatgarsangbad.net

Leave a Comment