
চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের গাউছিয়া কমিটির সভাপতি আহমদ শফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) হাসপাতাল থেকে রিলিজ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃতুবরণ করেন। তার পিতা মরহুম আহমদ কবিরের ৮ ছেলে সন্তানের মধ্যে তিনি প্রথম সন্তান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। গাউছিয়া কমিটির সভাপতি আহমদ শফির ২ মেয়ে ও ১ ছেলে সন্তান। তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
