আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আবহাওয়া পূর্বাভাস

চট্টগ্রামে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা


চাটগাঁর সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট আকার নিয়েছে। এতে চট্টগ্রামসহ দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ ভারী বর্ষণের আশংকা রয়েছে। এতে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির দেয়া তথ্যমতে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

লঘুচাপটি সক্রিয় হওয়ায় চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের ৮টি জেলায় মৃদু তাপপ্রবাহ রয়েছে। সেগুলো হলো-  ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিটে আর আগামিকাল সূর্যোদয় ভোর ০৫ টা ২৫ মিনিট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর