সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা ও উদ্বেগ


অনলাইন ডেস্কঃ সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তোলা হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে এক বিবৃতিতে এসব মন্তব্য করা হয়।

সম্পাদক পরিষদ বলছে, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

আরো বলা হয়, গতকাল পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ২৫ জন সাংবাদিক আহত বা হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের।

সম্পাদক পরিষদ সব রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করছে, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তথ্যসুত্র: বণিক বার্তা


Related posts

চন্দনাইশে এতিম শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সহায়তা

Chatgarsangbad.net

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

Chatgarsangbad.net

‘উন্নত ও মানবিক জাতি গঠনে ভূমিকা রাখছে আইআইইউসি’

Chatgarsangbad.net

Leave a Comment