Uncategorized

চন্দনাইশ হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় সড়ক পথ দখলের অভিযোগ


বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় চলাচলের সড়ক পথ কেটে এক পাশে পুকুর খনন ও অপর পাশে গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় জনৈক খায়ের আহমদ বাদী হয়ে সম্প্রতি ৪ জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সার্ভেয়ার দিয়ে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। ১৮ জুন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক সরেজমিনে উপস্থিত হয়ে অভিযুক্তদের সতর্ক করেন। সে সাথে অবৈধ দখল ছেড়ে দিয়ে চলাচলের সড়ক পথটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য যে খুনিয়া পাড়ার এই সড়ক দিয়ে ১৫ পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ৫’শতাধিক মানুষ চলাচল করে থাকে। স্থানীয়রা সড়কটি সংস্কারের জন্য হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাকের সুদৃষ্টি কামনা করেছেন।


Related posts

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: চার বছর ধরব বন্ধ এম্বুলেন্স সেবা

Chatgarsangbad.net

চন্দনাইশ বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে ২য় বারের সভাপতি চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী

Chatgarsangbad.net

চন্দনাইশের রাউলিবাগ বায়তুল আমান মাদরাসায় পুরস্কার বিতরণ সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment