Hom Sliderচট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম


অনলাইন ডেস্ক:

দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।
পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মোছলেম উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর নগরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, সভাপতি ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর আগে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০০৫ সালের ২৩ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।


Related posts

বন্যার তাণ্ডবে বিরানভূমি শঙ্খচর, গো খাদ্যের তীব্র সংকট

Chatgarsangbad.net

আইআইইউসিতে “আর্ন্তজাতকি মানবকি” আইনরে উপর র্সাটফিকিটে র্কোস সম্পন্ন

Chatgarsangbad.net

১৯ জানুয়ারি থেকে বিপিএলের নবম আসর শুরু

Chatgarsangbad.net

Leave a Comment