চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


মোঃ শহীদুল ইসলামঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হল জানুয়ারি, ২০২৩ খ্রিঃ এর কল্যাণ সভা।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সিএমপি কমিশনার মহোদয় সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে নগরকে আরো অধিক নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের গুণগত মানের বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায়ী শুভেচ্ছা জানান মান্যবর সিএমপি কমিশনার। এছাড়াও কল্যাণ সভায় সিএমপি’র কল্যাণ তহবিল থেকে পুলিশ সদস্যদের আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Related posts

রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল (এম.এ) মাদ্রাসার কামিল (তাফসির) বিভাগের বিদায় অনুষ্ঠান উদযাপন

Md Maruf

চন্দনাইশে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর মতবিনিময়

Chatgarsangbad.net

চন্দনাইশে আশ্রয়ণ প্রকল্পে ইউএনও নাছরীন আক্তারের কম্বল বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment