আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম-ঢাকা ২ লেইনের রেলপথ


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম-ঢাকা রেললাইনের সম্পূর্ণ অংশ দুই লেইন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি এটি উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে এক সময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারত। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে।

‘আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজ রূপান্তর’ প্রকল্পে খরচ হয়েছে ৫ হাজার ৫৮৩ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শেষ করতে প্রায় সাত বছর সময় লেগেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ দুবার বাড়ানো হয়েছিল।

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াতে আন্তনগর ট্রেনগুলোর সোয়া ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে। এর মধ্যে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস বিরতিহীনভাবে চলাচল করে। তাদের সাধারণত ৫ ঘণ্টা ১৫ মিনিটের মতো সময় লাগে। এখন দুই লেন হওয়ার কারণে এসব ট্রেন সাড়ে চার ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর