Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

আবারো তাপপ্রবাহের কবলে চট্টগ্রাম


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানাচ্ছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (১৬ মে) পূর্বাভাসে সংস্তাটি আরো জানিয়েছে, আগামি শনিবারের (১৮ মে) পর থেকে চট্টগ্রামের কোনো কোনো স্থানে বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, আজ চট্টগ্রামসহ দেশের সবকটি বিভাগে তাপপ্রবাহ বইছে। তবে আগামিকাল সিলেটের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে তাপপাত্রা কিছুটা প্রশমিত হতে পারে। এসময় দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আগামিকাল শুক্রবার (১৭ মে) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন চট্টগ্রামে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ২ নাম্বার সংকেত

আবহাওয়া অফিস বলছে, শনিবার (১৮ মে) চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে এসময় রংপুর, রাজশাহী ও খুলনার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্তাটি।

আগামি রবিবারের (১৯ মে) পর দেশের বিভিন্ন স্থঅনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার সাথে সাথে তাপমাত্রাও কমতে পারে।

গত ১৪ ঘন্টায় দেশে কেবল রংপুরের তেঁতুলিয়ায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দিনাজপুরে। সর্বনিম্ন ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়।

চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বান্দরবানে।


Related posts

বোয়ালখালী পরিবহনে আরো ২টি বিআরটিসি বাস সংযুক্ত

Chatgarsangbad.net

প্রশ্নফাঁসের ঘটনায় আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে লাইনচ্যুত হলো মালবাহী ট্রেন

Saddam Hossain

Leave a Comment