Hom Sliderবাংলাদেশ

‘সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে’


অনলাইন ডেস্কঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেছেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ। সুন্দর আগামী গড়তে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।’

শনিবার (২ সেপ্টেম্বর) ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা’ চট্টগ্রামের প্রচার সম্পাদক দোলনা ঘোষের পাঠানো সংবাদ বিবৃতি থেকে জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ওইদিন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পিল্টু এ কথা বলেন। শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী এ কর্মসূচির আয়োজনের সমাপনী অনুষ্ঠান হয়েছে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের অডিটোরিয়ামে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধু। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট নারী নেত্রী জাহানারা সাবের।

প্রধান অতিথির বক্তব্যে পিল্টু বলেন, শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতন হতে হবে। দিনদিন শিশুরা ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পরেছে। তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আরও বেশি বেশি মনোনিবেশ করতে হবে। শিশুদের যতবেশি সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করা যাবে তারা ততবেশি মেধা ও মননে বিকশিত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট
সরযু ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য আয়েশা ছিদ্দিকা, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, সংগীতশিল্পী সাহিনা আকতার মৌ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক বায়জিদ ফরায়জী, সংগীতশিল্পী সমীরণ পাল, নীহার রঞ্জন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


Related posts

ভোটের শুরুতেই বাঁশখালীতে সংঘর্ষে আহত ১

Chatgarsangbad.net

লেকের বাঁধ ভাঙ্গা পানিতে সাতকানিয়ার মির্জাখীলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন

Chatgarsangbad.net

কেমন হবে বহদ্দারহাটে নির্মিতব্য চট্টগ্রামের প্রথম পাতাল পথ

Chatgarsangbad.net

Leave a Comment