নারীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়বে চসিক


অনলাইন ডেস্কঃ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং যে কোনো আঘাতে সুদৃঢ় রাখতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। তাই চসিক কতৃপক্ষ নারীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়বে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালন ও প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে চলমান রাখার কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালায় মেয়র এ কথা জানান।

মেয়র বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়ায়, নারীদের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনাই টেকসই হবে না। নারীদের জীবনের মানোন্নয়নে সরকার ব্যাপক বিনিয়োগ করায় করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো বড়ো দুটি বৈশ্বিক আঘাত আমাদের অর্থনীতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে।

আরও পড়ুন চসিকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: বাদ পরা শিশুরা ক্যাপসুল পাবে যেভাবে

মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অর্থনৈতিক অন্তভুক্তি বাড়লে দেশের অর্থনীতির আকার জালের মতো বিস্তৃত হয়ে পড়ে। বৈশ্বিক যে কোনো অস্থিরতাও অর্থনীতিকে সুদৃঢ় অবস্থানে রাখতে হলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি করতে হবে। তাহলে, যে কোনো আন্তর্জাতিক যুদ্ধ বা অর্থনৈতিক ধসকে মোকাবিলা করার জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি পাবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে ভর্তুকি প্রদান করে চসিক এ অঞ্চলের নারীদের মানবসম্পদে রূপান্তর করছে উল্লেখ করে আরও বলেন, ভবিষ্যতে, নারীদের জন্য টেকনিকাল শিক্ষার প্রতিষ্ঠান চালুর জন্যও কাজ করছি। যাতে নারীদের বিভিন্ন কারিগরি দিকে দক্ষ হিসেবে গড়ে তাদেরকে শোভন পেশায় অংশ নেয়ার সুযোগ বাড়ে।

চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, মো. নূরুল আলম, কাউন্সিলর মো. ইলিয়াস, পুলক খাস্তগীর, সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী, ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খানসহ প্রকল্পের সুবিধাভোগীরা।


Related posts

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

উখিয়া ময়নারঘোনা ১১নং ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

Chatgarsangbad.net

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ

Chatgarsangbad.net

Leave a Comment