চন্দনাইশে পূজা উদযাপন পরিষদের পাল্টাপাল্টি দুই কমিটির মধ্যে উত্তেজনা ও হাতা-হাতি


বিশেষ প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃংখলা, মতবিনিময় ও প্রস্তুতিমুলক সভায় পাল্টাপাল্টি দুই কমিটির মধ্যে উত্তেজনা ও হাতা-হাতির ঘটনা ঘটে। ৯ অক্টোবর দুপুরে কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভার শুরুর মধ্যে উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক কৃঞ্চ চক্রবর্তীর বক্তব্য পাল্টা কমিটির সদস্যদের চেয়ার দেয়ার প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে হালকা হাতা-হাতির ঘটনাও ঘটে। এসময় বর্তমান আহবায়ক কমিটির নেতাকর্মীরা চলে যেতে চাইলে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর অনুরোধে মতবিনিময় সভায় বসেন। সভায় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভা মেয়র মো. লোকমান হাকিম, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, এসএম সায়েম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বর্তমান আহবায়ক কমিটির সভাপতি মাষ্টার বিঞ্চু যশা চক্রবর্তী, সাধারন সম্পাদক কৃঞ্চ চক্রবর্তী, পাল্টা কমিটির সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে প্রমুখ।


Related posts

চন্দনাইশে জামায়াত কারো সাথে সমঝোতা করবে না

Mohammad Mustafa Kamal Nejami

কালুরঘাটে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা

Mohammad Mustafa Kamal Nejami

তিন থানায় ওসি পদে রদবদল, চন্দনাইশের নতুন ওসি গোলাম সারোয়ার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment