চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‍্যালী


নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এবং দোহাজারী পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে স্বাগত র্যালীটি গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ আমিনুল্লাহ(রহ:) মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মুহাম্মদ সোলাইমান ফারুকী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ফায়েজ উল্লাহ খতিবী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম তৈয়্যবী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার উপদেষ্টা মাও. আবুল কাশেম আনসারী, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. মোজাম্মেল হক ফারুকী, চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক মো. মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মাও. আবু ইউসুফ নুর, দোহাজারী পৌরসভার সভাপতি মো. জাফর আলম, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, উপজেলার অর্থ সম্পাদক সরোয়ার উদ্দিন, সাংবাদিক মো. আরফাত হোসেন, জাহেদ কোম্পানি, মো. মহিউদ্দিন, গাজী আলাউদ্দিন শাহ প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী।


Related posts

চন্দনাইশের পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে এলডিপির মতবিনিময়

Chatgarsangbad.net

চন্দনাইশে যায়যায়দিনের ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

Chatgarsangbad.net

দোহাজারী পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও নাছরীন আক্তার

Chatgarsangbad.net

Leave a Comment