বরকলে রহিম চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়


নিজস্ব প্রতিবেদক 

চন্দনাইশ বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন আলহাজ্ব মো. আবদুর রহিম চৌধুরী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বরকল ইউনিয়নের সকল মণ্ডপ পরিদর্শন করেন এবং পূণ্যার্থী ও সনাতন সম্প্রদায়ের সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন আলহাজ্ব মো. আবদুর রহিম চৌধুরী, বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বরকল ইউনিয়ন যুবলীগের সভাপতি আনছারুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শ্রী দিলীপ ভট্টাচার্য্য, ইউপি সদস্য মো. কামাল উদ্দীন হেলাল, ইমরান খান বাহাদুর, মহিউদ্দিন খান আদর, সাইফুদ্দীন, হাবীবুর রহমান, ঝর্ণা দাশসহ ইউপি মেম্বার এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইউপি চেয়ারম্যান জননেতা লায়ন আলহাজ্ব মো. আবদুর রহিম চৌধুরী এ সময় ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটিতে দশ হাজার টাকা করে ১১টি পুজা মণ্ডপে নগদ এক লক্ষ ১০হাজার টাকা শারদীয় উপহার প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ।

এখানে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের স্থান নেই। সরকার দলমত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জীবনযাত্রার মান এবং ভাগ্যোন্নয়নে কাজ করছে।


Related posts

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষার্থী অপরিহার্য: নুরুল আবছার চৌধুরী

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় বন্ধুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ দিল কিশোর বিজয়

Mohammad Mustafa Kamal Nejami

সাতকানিয়ার ছদাহার ৩ দিনে ২ খুন, আইন শৃঙ্খলার অবনতি

Chatgarsangbad.net

Leave a Comment