অনলাইন ডেস্কঃ ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হয়েছেন।
এই সফরে আগামি ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি।
গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
জানা গেছে, সফরটিতে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।
সফরটিতে বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply