আজ ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মালয়েশিয়া ইস্যুতে কুটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান


অনলাইন ডেস্কঃ মালয়েশিয়া ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গত কয়েকদিনে এ বিষয়ে দেশবাসীও জেনেছে, ভিসা পেয়েও ৩১ মের মধ্যে প্রায় ৩১ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। শনিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।

আরও পড়ুন আন্তর্জাতিক কনফারেন্সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ড. নদভী

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে… মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি ২০২২ সালে ৫ লাখ ২৪ হাজার ৯৪৬ জন কর্মী নিতে রাজি হয়। ৩১ মের মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল। সে অনুযায়ী প্রায় দুই বছর ধরে এজেন্সির পেছনে ঘুরে ঘুরে ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পেরেছেন ৪ লাখ ৯৪ হাজার ১০২ জন। বাকি ৩০ হাজার ৮৪৪ জন সর্বস্ব হারিয়েও মালয়েশিয়ায় যেতে পারেনি। এর চেয়ে কষ্টদায়ক ঘটনা আর হতে পারে না। এজেন্সিগুলোর চাহিদামতো টাকা পরিশোধ করে চার থেকে পাঁচ রাত বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়ে মালয়েশিয়া যেতে না পারাটা মর্মান্তিক ও দুঃখজনক।’

তিনি বলেন, ‘কাদের গাফিলতির জন্য শ্রমবাজারে এত বড় বিপর্যয় হলো, তা বের করতে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

তথ্যসূত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর