Hom Sliderবাংলাদেশ

ঝুঁকিপূর্ণ ভবনে নোটিশ টাঙ্গানোর আহ্বান


অনলাইন ডেস্কঃ ঝুঁকিপূর্ণ ভবনের সামনে লাল রঙের নোটিশ টাঙ্গানোর আহ্বান জানিয়েছে নগর–পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। বেইলি রোডের অগ্নিদুর্ঘটনার কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে, সবাই সর্বোচ্চ মুনাফা চান। এক্ষেত্রে মানুষ মরলো নাকি বাঁচলো, এ নিয়ে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবে চলতে পারে না। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ‘পেশিশক্তির ব্যবহার করেই শর্ত সাপেক্ষে অনুমোদন নিয়েছিলেন বেইলি রোডের ওই ভবনের মালিক। পেশিশক্তির সঙ্গে রাষ্ট্রীয় শক্তির নমনীয় আচরণ বন্ধ করতে হবে।’

আরও পড়ুন প্রয়োজনে ঝুঁকিপূর্ণ জনগণকে সরিয়ে নেবে প্রশাসন: মেয়র রেজাউল করিম

যে উদ্দেশ্যে ভবন তৈরি করা হয়েছে, তা ওই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতে ঢাকার সব ভবনের তথ্য অনলাইনে দেওয়ার অনুরোধ জানিয়ে আদিল মুহাম্মদ খান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চাইলে এই তথ্যগুলো এক মাসের মধ্যেই অনলাইনে আপলোড করে দিতে পারে।

সংবাদ সম্মেলনে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেছে বিআইপি। এর মধ্যে রয়েছে নগর–পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী ভবনের সেটব্যাকের (এক ভবন থেকে অন্য ভবনের দূরত্ব) পরিমাণ নিয়ে নতুন করে ভাবতে হবে এবং নির্মাণবিধিমালার প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। ভবন রেস্তোরাঁসহ বিভিন্ন ধরনের ব্যবহারের জন্য পরিকল্পনার অনুমোদন নিতে প্ল্যানিং অ্যাসেসমেন্ট রিপোর্ট বাধ্যতামূলক করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, সহসভাপতি সৈয়দ শাহরিয়ার আমিন, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মু. মোসলেহ উদ্দীন হাসান প্রমুখ।

তথ্যসূত্র: প্রথম আলো


Related posts

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

Chatgarsangbad.net

সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্প: ৭০ দশমিক ৩৫ শতাংশ কাজ সম্পন্ন

Chatgarsangbad.net

২১ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Chatgarsangbad.net

Leave a Comment