চট্টগ্রাম

বাস থেকে বিরল রাজধনেশ উদ্ধার, বাস সুপারভাইজারের কারাদণ্ড


চাটগাঁর সংবাদ ডেস্ক

চন্দনাইশে শ্যামলী পরিবহনের বাস থেকে দুটি বিরল প্রজাতির রাজধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পাচারকাজে জড়িত বাসের সুপারভাইজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মিজানুর রহমান (৪৭)। তিনি পাবনার বেড়া উপজেলার সিংহাসন এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজধনেশ দুটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। পাখি দুটি চন্দনাইশ থানার হেফাজতে রাখা হয়েছে। পরে বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালানো হয়। বন্য প্রাণী সংরক্ষণ ও পাচার আইনে বাসের সুপারভাইজার মিজানুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়।


Related posts

চন্দনাইশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সম্পন্ন

Saddam Hossain

একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও ছাত্রী সংসদের শপথবাক্য পাঠ সম্পন্ন

Chatgarsangbad.net

হালদা নদীতে ১২০ কেজি পোনা মাছ অবমুক্ত

Saddam Hossain

Leave a Comment