আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও ছাত্রী সংসদের শপথবাক্য পাঠ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিএমটি একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবন ৩০১, আইসিটি ভবন ১০২ নং কক্ষে মানবিক শাখার, আইসিটি ভবন ৪০২ নং কক্ষে বিজ্ঞান, ব্যবসায় ও বিএমটি শাখার ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা স্মার্ট বাংলাদেশ’ গড়ার নিমিত্ত্বে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমজের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের অন্যতম শক্তি হচ্ছে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক। কাজেই মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরও একযোগে এগিয়ে আসতে হবে। ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইসমাঈল, সাতকানিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।

ওরিয়েন্টেশন ক্লাস শেষে কলেজের শহিদ মিনার প্রাঙ্গনে ছাত্রী সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী।

ছাত্রী সংসদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তৃতা দেন ভিপি জাকিয়া সোলতানা ও জিএস রহিমা আকতার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর